বিরহী এ মন শুধু ভাবনা ধরায়,
কোথায় যাওয়ার ছিল, যাচ্ছি কোথায়।
ফ্লাইওভার পাশে তবুও নিচে পার,
বিলাসিতার তবে ছিল কি দরকার।
ফুটপাতে হাঁটা নয়, পশরা সাজানো,
নেতা পাতি নেতাদের আখের গোছানো।
ডাক্তার রোগী দেখে কমিশনের ভার,
পড়াশোনার তবে ছিল কি দরকার।
পুলিশের সেবা নিতে কেন তবে ভয়,
চাকুরীর শুরু তার লাখে বিনিময়।
"নীতিহীন শিক্ষা" গুরু আজ বেসামাল,
অর্থের মোহে ভেসে চলা দুর্বেধ্য জাল।
দিক'হীন নাও চলে কোথা/কার টানে,
নেই বোধ মানবতা আজ এই প্রাণে!
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৩ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ/১৭ সফর ১৪৪০ হিজরী/২৮ অক্টোবর ২০১৮ খ্রীষ্টাব্দ।