জীবন এক যৌবন বহতা সে নদী
কেবলই কুল পাড় ভাঙে নিরবধি,
ধুয়ে ধুয়ে ক্ষয়ে যায় মাটি বালু সব
ওই পাড়ে গড়ে তুলে বিশাল বৈভব!
চিনি-গুড় সুমধুর পিপীলিকা সারি,
দেখে নাই পিছু ফিরে নথ ভারে নারী!
ভাঙ্গিল যখন ঘুম রাত ঘন ঘোর,
আচমকা ভয়ে মরি ভূতের আঁচড়!
কালে কালে তিন কাল স্মরি নাই কভু
অকাল বিকেলে খুঁজি সকালের প্রভু!
আমি তুমি সবের ই আসিবে বিকাল
আঁধারে-তে সাঙ্গ হবে পোষা পঙ্গপাল!
কালবেলা পড়ে রবে বে-হিসেবি পাতা
গুনি নাই দিন-লিপি জীবনের খাতা!
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২২ বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ/২২ রমজান ১৪৪২ হিজরি/০৫ মে ২০২১ খ্রিস্টাব্দ।