কাল সে জোস্না রাতে
প্রিয়া ছিলে না
তুমি ছিলে না
তুমি ছিলে'না আমার সাথে।
কাল সে জোস্না রাতে,
তুমি ছিলে'না আমার সাথে।
আকাশে ছিল যে চাঁদ
ছিল তারাদের
ঐ তারাদের
ছিল তারায় পাতা'সে ফাঁদ।
মন বিবাগী কোন দ্রোহে,
তুমি হীনা সেই বিরহে।
কাল সে জোস্না রাতে
প্রিয়া ছিলে না
তুমি ছিলে না
তুমি ছিলে'না আমার সাথে।
কাল সে জোস্না রাতে
তুমি ছিলে'না আমার সাথে।
কেন আসলে না তুমি
কি ভুল করেছি আমি?
মন বিরহী সে রাতে
তুমি ছিলে'না আমার সাথে।
কাল সে জোস্না রাতে,
প্রিয়া ছিলে'না আমার সাথে।
কাল সে জোস্না রাতে
প্রিয়া ছিলে না
তুমি ছিলে না
তুমি ছিলে'না আমার সাথে।
কাল সে জোস্না রাতে
তুমি ছিলে'না আমার সাথে।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০৮ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ/০৩ সফর ১৪৪০ হিজরী/২৩ অক্টোবর ২০১৮ খ্রীষ্টাব্দ।
E-mail: zahidmadaripur@gmail.com