মেঘ জমেছে ঈশান কোনে
বৈরী বায়ুতে ভর,
চলরে সকল ছেলে মেয়ে
ঘরের ই ভেতর।
ছুটছে বায়ু প্রবল বেগে
কাল বোশেখী ঝড়,
মেঘ গুড়গুড় বজ্রের ডাক
কাঁপছে যে অন্তর।
বাঁশের বেড়া টিনের চালা
উড়ছে পবন পর,
পরছে ভেঙ্গে গাছের ডালা
ভুখা কৃষানীর উপর।
বিপর্যয়ের আজ এই স্রােতে
প্রকৃতির বৈরী রূপ,
কাড়ে জীবন কৃষক শ্রমিক
বজ্রপাতে সব চুপ।
বৃক্ষরাজি ধ্বংসে সবে আজ
করছি কত কিছু,
পায়ের তলে মারছি পিশে
সকল জাত নিচু।
বিজ্ঞানের উৎকর্ষতায় মুগ্ধ সবে
প্রকৃতি করে ধ্বংস,
দেখনা চেয়ে আসছে ধেয়ে
করিতে তোমায় নির্বংশ।
থাকতে সময় চল সবাই
প্রকৃতি রক্ষা করি,
আগামীর তরে গড়ব বিশ্ব
হাতে হাত ধরি।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ৫ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ/১ শাবান ১৪৩৯ হিজরী/১৮ এপ্রিল ২০১৮ খ্রীষ্টাব্দ
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +882-01715244190