মোল্লাবাড়ী আজ গরুর মাংস
হচ্ছে যে বিতরণ,
গ্রামের সকল গরীব দুঃখী
মিলে আনন্দ আয়োজন।
ছোট্ট ছেলের খাতনা হলো
আস্ত গরু দিয়ে,
আসলো সবাই সেই খুশিতে
সুখেরই গান গেয়ে।
দ্বিপ্রহরে ঐ গাছের ডালে
অপলক চোখে কাক,
নাইবা মাংস এতটুকু হাড়
ক্ষুধা তাড়ানোর ডাক।
ক্ষীপ্র ছোবলে ঢুকলো গলে
মাংস সমেত হাড়,
প্রাণ বাঁচাতে উড়লো ডালে
হাড়'যে ভীষন ভার।
ঠুকড়ে খেল সঙ্গী সকলে
গলে হাড়ের মালা,
জীবন প্রদীপ যাচ্ছে নিভে
কাকের ভীষন জ্বালা।
মাংস খেল উড়ে গেল
সঙ্গী সকল তায়,
বিপদে নাই সঙ্গী কেহ
কাকের জীবন যায়।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১০ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ/৬ শাবান ১৪৩৯ হিজরী/২৩ এপ্রিল ২০১৮ খ্রীষ্টাব্দ
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +882-01715244190