মহিদুল কহে কাকা
কাক কেন কা'কা কয়?
কাকা কেঁশে বলে তাকে
বাঁচার আশায়।
মায়ের কাছেতে কাক
কা'কা ডাক শিখে,
ডাকে তাই হেথা হোথা
দিকে চারদিকে।
আজ কি যে হল ভবে
নিজেতে না থেকে,
অন্য রুপেতে সাজি
শত রং মেখে।
ডাহুক ডাকছে দেখো
কোকিলের সুরে,
ডাক সেতো নয় তব
দূরে বহুদূরে।
বিলেতি বিলাস তার
ভাবসাব চুলকাট,
ভিতরে যে খালি সবি
উপরেতে ফিটফাট।
বাংলায় জন্মে যে জন
ভিন্ন ভাবে করে চাট,
মানব তো নয় সে যে
শ্মশান সদরঘাট।
বাংলা মায়ের তরে
ভক্তি সবে করি,
বদন মলিন তারে
নয়নে জল ধরি।