মনের কথা লিখবো বলে কোন খেয়ালে যাই যে ভূলে,
গোপন ব্যথা কেমন হলে মনের খোলে কবিতা মেলে!
বিধাতা তুমি হৃদয় পুরে কেমন করে রঙ ছড়ায়ে,
জগত স্বামী আঁকছ একা অসীম রেখা নীলের গায়ে।
নিযুত তারা কিসের তরে ভাসছে দূরে কার ইশারা,
প্রভাত রবি উঠছে জেগে আঁধার ভেগে আলোক ধারা।
হঠাৎ ভবে সাঁঝের বাতি নিকষ রাত্রি চলছে ছুটে,
কেনই তবে সৃষ্টির স্বাদ মরণে বাঁধ যাবেই টুটে।
মানব মনে কিসের লোভে ছুটছে ভবে জীবন রণে,
কাব্য কথায় হিসাব কষে ভাবছি বসে আপন মনে।
# খোলে (সাতক্ষীরার আঞ্চলিক শব্দ, খোল অর্থ বাড়ির সামনের খোলা স্থান)
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৪ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ/০২ জমাদিউস সানি ১৪৪১ হিজরি/২৮ জানুয়ারী ২০২০ খ্রিস্টাব্দ।