সময় বা অসময় বোঝেনা এ মন,
চল্লিশ বছর উদ্দেশ্যহীন ভ্রমন।
পাগল এ হৃদয়কে কেমনে বোঝাই,
কি'বা চাই কোথা যাই ঠিকানা যে নাই।
পলে পলে স্মৃতিগুলো হারিয়ে অতল,
কবিতার মোহে আজি বড়ই চঞ্চল।
হৃদয়ের গহনেতে লুকায়িত দু'খ,
কাব্য কথায় আঁকি প্রেমময়ীর মুখ।
ব্যাথা বোধ বেদনার লুকায়িত কথা,
পারি কি বলিতে সবই কাব্যতে যথা?
রংধনু সাত রং মননের দোল,
কাব্য বাগে মুখরিত কোকিলের বোল।
বন্ধু মোর প্রেম লহ আলোক আকাশ,
মননের দ্রোহ ক্রোধ কাব্য মাঠে চাষ।
স্থান: সাভার, ঢাকা।
সময়: ১০:২৪ (সকাল)।
E-mail: zahidmadaripur@gmail.com