ভ্রূণ রণের ক্রন্দনে জাগে কিশলয়,
তরুলতা ঝরাপাতা বেদনা বিলায়।
গোধূলির ফিকে রং হীম শীত রাত,
আহুত কবিতা ক্ষণ বিরহী প্রভাত।
ঐশ্বী আহ্বানে মননে কবিতা সৃজন,
কলকল ছলছল নিরালা নির্জন।
কবির মরণ হয় কবিতার নয়,
কবিতার সাথে প্রেম কবির প্রণয়।
আত্ম মগ্ন নয় কবি সভ্যতায় বল,
বিরহী বেদনা মন চোখে কেন জল!
মরার আগেই যে'বা মরে যেতে চায়,
এই ধরাতলে বলো তাকে কে বাঁচায়?
তুমি যাকে ভালোবাস সে'বা বাসে কারে
যে তোমাকে ভালোবাসে খুঁজেছ কি তারে?
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৩ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ/০১ জমাদিউস সানি ১৪৪১ হিজরি/২৭ জানুয়ারী ২০২০ খ্রিস্টাব্দ।