যুবতী কন্যা রুপেতে তোমার
হৃদয়ে দেয় দোল,
প্রেমিক মননে গুনগুন করে
কতনা মধুর বোল।
খরস্রোতা নদী ভাঙ্গে নিরবধী
একুল নয় ও'কুল,
পাগলপারা সে অষ্টাদশীর
তৃষ্ণিত কুঞ্জ ব্যাকুল।
তুমি সৃষ্টির অসীম আঁধার
তুমিই তো সেই জায়া,
হৃদয় তোমার প্রেমময় যেন
অনন্ত এক মায়া।
আজকে যে'জন লোভাতুর মন
করছে শত প্রণাম,
সত্যি নয় পাছে সংশয়
চিনে নিও প্রিয় নাম।
চির যৌবনা তুমি মনহরা
তুমি অসীম বল,
তবে কেন মিছে এ জগতে এসে
হৃদয়ে করছ ছল।