বল না রে তুই আমায় নতুন প্রভাত রবি,
বল না রে তুই আঁধার শশীর জোস্না কবি।
বল না রে তুই বাবুই পাখির নির্ভয়া নীড়,
পালকিতে মা বীর পুরুষ এর প্রত্যয়ী বীর।
বল না রে তুই ঈগল হানায় মায়ের পালক,
ট্যাংকের লাইন বুকেতে মাইন শান্ত বালক।
বল না রে তুই ঝাঁকড়া চুলের প্রলয় দোলা,
হুংকারী হাক চাঁদ রুটি খাক আপন ভোলা।
বল না রে তুই তর্জনী ঢাল বাংলার জয়ে,
অলস ঘুমে থাকিস না আর হায়েনা ভয়ে।
বল না রে তুই অন্ধকারের মোমের বাতি,
চল চল চল সম্মুখ পানে আলোক সাথী।
রং বিলাসী মায়ের দাসী প্রেমিক মাঝি,
মায়ের ভালোবাসার তরে আছিস রাজি!
ওঠ রে সোনা নবীন কণা ছড়াই আলো,
মা মাতৃকার জন্য আজই জীবন ঢালো।
বলো, তুমি--
ভালোবাসো মাকে?--
ভালোবাসো এ বাংলাকে--
যদি ভালোবাসো---
অন্যায় আর অত্যাচার থামাও তবে
জাগাও প্রেম মা মাতৃকা অনুভবে।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ/১৬ সফর ১৪৪১ হিজরি/১৬ অক্টোবর ২০১৯ খ্রিস্টাব্দ।