বনের ভেতর লোভী শেয়াল
বুদ্ধি এঁটেছে,
বাচ্চা সমেত মুরগীর দল
নজরে উঠেছে।
শক্ত চালের বেড়ার ফাঁকে
করছে হঠাৎ গ্রাস,
আতঙ্কে পার মোরগ জীবন
বন শেয়ালের ত্রাস।
মত্ত মাতাল খাচ্ছে গিলে
সকল ছোট্ট বড়,
হয়না ভর্তি উদর পূর্তি
কাঁপে না অন্তর।
মানবতা নেই যে সেথা
জঙলী শেয়াল তাই,
জগত মঞ্চে শ্রেষ্ঠ মানব
কোথায় গেলে পাই!
অসুর বধের বেসুরো তাল
থামবে কখন বলো,
ধ্বংসে মাতি বিশ্ব ভ্রাতি
জীবনের সুর তোল।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২১ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ/০১ জিলকদ ১৪৪০ হিজরি/০৫ জুলাই ২০১৯ খ্রিস্টাব্দ।