বলবো কি আর বল
নাভি র তলে
আগুন জ্বলে
দাঁতাল শকুন দল!
মুখে মানবতা বুলি
অবুঝ শিশু
ধর্ষিত যিশু
খেলছে যে ডাংগুলি!
ক্ষমতার প্রহসন
মিনার ভাঙে
দিনার রঙে
নিশীথের আয়োজন!
সভ্যতার গলে ছুরি
সদাই ব্যস্ত
করে সমস্ত
কাঙ্গালের ধন চুরি!
জাগো মানবতা প্রাণ
শকুন রোধে
চেতনা ক্রোধে
গাও জীবনের গান!
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৬ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ/১৪ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি/০১ নভেম্বর ২০২০ খ্রিস্টাব্দ।