দূর ছাই কি যে ভাবী
কেন ভাবী কীবা লাভ!
অকারণে ভাবা ভাবী
মিছে আশা শুধু ভাব।
ভাবনার চাঁদ ওঠে
ভোর রাতে আকাশে,
সম্বিত ভাঙে ঘোর
চাঁদ রূপ ফ্যাকাশে।
শিক্ষা সওদা করি
খোলা হাট বাজারে,
নৈতিকতার ঝুড়ি
অভাগার সাজারে।
মিছে প্রেম তরু হেম
কার লাভ কীভাবে?
ধ্বংস যা হয় হোক
লোভি মন স্বভাবে।
দাও লাথি ভাঙ ছাতি
বানভাসি জীবনে,
কার কীবা হয় হোক
আত্মমগ্ন ভুবনে।
সমন গমন বেলা
দিশাহেরী তুলি রং,
মানব জনম প্রিয়
তবে কেন মিছে ঢং?
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৬ শ্রাবণ ১৪২৬ বঙ্গাব্দ/২৭ জিলকদ ১৪৪০ হিজরি/৩১ জুলাই ২০১৯ খ্রিস্টাব্দ।