এই ধরার ধুলায় মিশে যাবে
আপন ঠিকানা,
কেন হাসলাম কাছে আসলাম
কেউ তা জানিনা।
এই ধরার ধুলায় মিশে যাবে
আপন ঠিকানা। ....(২)
কেন মন চায় মিছে ক্ষণ চায়
চায় ক্ষমতা জয় দম্ভ,
মন মানে না কেন জানি না
নয় অক্ষয় এই স্তম্ভ।
আসো সুমিতা গড়ি মিতা
মনে মানবতার সূর,
নই নিঃস্ব গড়ি বিশ্ব
ভেদে জীবনের অসুর।
এই ধরার ধুলায় মিশে যাবে
আপন ঠিকানা,
কেন হাসলাম কাছে আসলাম
কেউ তা জানিনা।
এই ধরার ধুলায় মিশে যাবে
আপন ঠিকানা। ....(২)
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১২ আগস্ট ২০১৯।