জীবন যৌবন কতই বাহার ক্ষনিক রঙ তামাশার,
কত সুখ কতই অসুখ রয় যে পড়ে তার চারিধার।
এ প্রেমে আত্মহেরি সবই ছাড়ি হৃদ মনিহার,
যে প্রেমে দিবানিশি মন পিয়াসী ছন্দ বাহার।
আজিকের পুষ্প অলি পলক ফেলি যায়গো চলি,
মননে আবির মাখা হিমেল পাখা দেয় যে বলী।
সুজাতাই আছে তো বেশ মধুর আবেশ স্বর্গসুখে,
সুখ সেকি যায়গো ধরা অধরা এ স্বপ্ন বুকে।
রাতের ঐ আঁধার ভেদি আলোক ছেদি পূব গগনে,
বলিছে হৃদয় পানে আপন মনে সঙ্গোপনে।
যে প্রেমে আপন ধরা অন্তহারা সৃষ্টি ধারা,
সে প্রেমে বিলাও জীবন চির আপন আলোক তারা।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৬ ভাদ্র ১৪২৫ বঙ্গাব্দ/১৯ জিলহজ্ব ১৪৩৯ হিজরী/৩১ আগষ্ট ২০১৮ খ্রীষ্টাব্দ।
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +882-01715244190