ছুট ছুট ছুট ছুটছে ..ঐ
ছুট ছুট ছুট ছুটছে ..এ .........(II)
ছুট ছুট ছুট ছুটছে ..ঐ
ছুটছে দেখ জীবন গাড়ী,
রকেট গতি সময় মতি
দেবই আজ আকাশ পাড়ি।
হন হন হন চলছে ..এ
জয়ের ওই নতুন আশা,
শন শন শন বলছে ..এ
ধ্বংস সৃষ্টি নতুন ভাষা।
ভন ভন ভন ঘুরছে ..এ
ঘুরছে ধরা ঘুরছে বিশ্ব,
আত্মজ লাভে মগন সবে
সভ্যতা ওই অবাক দৃশ্য।
ছুট ছুট ছুট ছুটছে ..ঐ
ছুটছে দেখ জীবন গাড়ী,
রকেট গতি সময় মতি
দেবই আজ আকাশ পাড়ি।
কন কন কন কাঁপছে ..এ
কাঁপছে দেখ দুনিয়া দারী,
ছুট ছুট ছুট ছুটছে ..ঐ
ছুটছে দেখ জীবন গাড়ী।
পত পত পত উড়ছে ..এ
উড়ছে ওই ধর্মের ঝান্ডা,
সভ্যতা ছিড়ে খাচ্ছি'যে গিলে
খাইনি কভু মিঠাই মন্ডা।
ছুট ছুট ছুট ছুটছে ..ঐ
ছুটছে দেখ জীবন গাড়ী,
রকেট গতি সময় মতি
দেবই আজ আকাশ পাড়ি।
ছুট ছুট ছুট ছুটছে ..ঐ
ছুট ছুট ছুট ছুটছে ..এ .........(II)
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৪ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ/১৩ শাওয়াল ১৪৩৯ হিজরি/২৮ জুন ২০১৮ খ্রীষ্টাব্দ।
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +8801715244190