আকাশ নীলে উড়ছে ঘুড়ি
হরেক রকম রং বাহারী,
সাদা কালাে ছোট বড়
নাটাই সুতো লাগাম ধরো।
মাঞ্জা সুতোয় উড়ছে বেশ
ঊর্ধ্ব আকাশ মন আবেশ,
কাটা কুটির খেলায় মন
পড়ছে ঢলে শত কানন।
হ্যাঁচকা জোরে নাটাই টান
জয়ের নেশায় পাগল পান,
এক আকাশে থাকবে একা
অন্য ঘুড়ি না যাক দেখা!
জীবন ঘুড়ির এমন বোধ
কেন মনের এই বিরোধ!
আত্ম নেশায় বিভোর মন
আকাশ নীলের প্রেম ভুবন।
এক পৃথিবী এক আকাশ
বৃক্ষ তরু পবন উদাস,
ঘুড়ি কাটার এই ধরায়
মানবতা গেলো কোথায়!
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৬ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ/১৩ রবিউস সানি ১৪৪১ হিজরি/১১ ডিসেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ।