শীত পাখি গেয়ে ওঠে বিরহের সুর,
বসন্ত কোথায় হেথা আর কতদূর।
স্ব করুন ঝরাপাতা পল্লবের সাখে,
অবহেলে পায়ে দলে প্রভাতের বাঁকে।
প্রাতরাশে ডাস্টবিনে লুব্ধকের ডাক,
ধুলোমাখা জ্ঞানপাপী লভিতে মৌচাক।
হীম বায়ে কেঁপে মরে অনাথ সুজন,
চাওমিন ভাঁপাপুলি বিলাসী ভোজন।
ঊর্মিমালী বুক ভরে জলরাশি লয়ে,
মিটায়েছ আবদার শত ব্যথা সয়ে।
বিধাতা এ কামনায় বিনয়ী বোধন,
শোকতাপ জ্বরাব্যধী সাম্যে বিস্তরন।
জন্মে মানুষ তবু অমানুষে গমন,
ধরাতলে দাও প্রভু মনুষ্য সমন।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০৮ অগ্রহায়ন ১৪২৫ বঙ্গাব্দ/১৩ রবিউল আউয়াল ১৪৪০ হিজরী/২২ নভেম্বর ২০১৮ খ্রীষ্টাব্দ।