ভাবনা আমায় খাচ্ছে গিলে অহর্নিশি,
দম খিঁচিয়ে থাকছি বেঁচে তাও বেশী!
এই কি তবে শেষের দেখা মা-জননী,
বরষা দিনে মনন বীণে শিক্ত গ্লানি।
স্বপন রানী আঁচল টানি অন্ধকারে,
পিদিম জ্বলা আলোক যাচি বন্ধ দ্বারে।
আজও বেহুঁশ মন মানবতা ছাড়ি,
কিসের নেশায় কোন পরকালে আড়ি!
নাটাই সুতার ঘুড়ি উড়াও আকাশে,
খেলিছো তোমার খেলা মরি মম ত্রাসে।
যাহা কিছু রং তুলি ভ্যানগগ ফ্রেমে,
শুদ্ধ রূপেতে আঁচড় মাখো তোমা প্রেমে।
আবার আসিবে স্নিগ্ধ বাতায়নে ভর,
বাসনা মনে জুড়াবো পোঁড়া এ অন্তর।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৫ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ/০৭ জিলক্বদ ১৪৪১ হিজরি/২৯ জুন ২০২০ খ্রিস্টাব্দ।