সুমিতা ঘুম ভেঙ্গে উঠ একটি বার,
মায়াবেড়ি স্বপ্নজালে জড়িও না আর।
মেঘে ভাসা মন আশা সুখস্বপ্ন চাঁদ,
পূর্ণিমা তিথি ওই কামনা ওষ্ঠ বাঁধ।
বিমোহিত কামিনী হেথা মালতি সনে,
প্রণয়ে বিরহী মরু প্রেমানল বনে।
ঢের হলো মধু'ঘুম জাগো আর'বার,
মু্ক্ত স্বাধীন শ্বাস প্রশ্বাস দূর্ণিবার।
জাগো প্রিয় খোল আঁখি দেখ রবি উঠে,
মুছে নাও জরা গ্লানি আঁধারেই টুটে।
আসে ভোর মনচোর প্রেমডােরে বাঁধ,
আগামী সোনালী দিন প্রীতিসুরে সাধ।
আর নয় কালবেলা অন্তরের সুর,
সুমিতার সনে প্রীত অনন্ত মধুর।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০৮ পৌষ ১৪২৫ বঙ্গাব্দ/১৪ রবিউস সানি ১৪৪০ হিজরী/২২ ডিসেম্বর ২০১৮ খ্রীষ্টাব্দ।