এখানে বানরে বায় তেল মাখা বাঁশ,
সিঁদ কাটে শেয়ালের অন্ন পূর্ণ শ্বাস।
জারি সারি কতকথা অসাড় এ প্রাণ,
মুজিব চেতনা মুখে কাজে ভোলা যান!
বোতলে বদলী মদ নেশায় মাতাল,
ঘুম ঘোর মানবতা এ ঢং কতকাল?
শিয়রে পেঁচার ডাক প্রাণ থরথর,
ভাঙ্গে এ হৃদয় তব মন কিছু করো।
আঁধারে এ ক্ষণ গুনা আলোকের আশে,
জাগো হে তরুণ প্রাণ বাংলার বাতাসে।
আর কত অবিরত স্বপ্ন ভাঙ্গা গান,
অঙ্গুলী গগনে তোলো বিজয় নিশান।
ভালোবাসি এ বাংলার কাঁদা মাটি জল,
জনম দুখীনি মা-র এই তো সম্বল।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৯ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ/০৭ জমাদিউস সানি ১৪৪১ হিজরি/০২ ফেব্রুয়ারী ২০২০ খ্রিস্টাব্দ।