যাচ্ছি বাড়ি ধরব গাড়ী
মন প্রেমের গড়াগড়ি,
আকুল হয়ে বন্ধু আমার
অপেক্ষারই হুড়োহুড়ি।
শ্যামল বরন বধুর ধরন
হৃদয় মগন চিত্ত হরন.
মধুর সুধা আস্বাদনে
কায় ক্লেশের অনন্ত ধন।
শতেক নিশিরাত নির্ঘুম
গগন মাঝে চাঁদের চুম,
তুমি হীনে বন্ধু আমি
আসছি বাড়ি তোমার স্বামী।
ভালবাসার শিকল ছিঁড়ে
জীবন ধারার এই তিমিরে,
আশার বাসা কামনা ঠাসা
তোমার আমার ভালবাসা।
দু'জন মিলে গড়ব ভুবন
ভালবাসার ক্ষুদ্র জীবন,
বধু তোমায় ভালবাসি
সাথী থেকো জীবন মরণ।
# #
আমার এক প্রিয় বন্ধু প্রতি ২/১ মাস পর পর গ্রামের বাড়ি যায় তার পরিবারের সাথে সাক্ষাতের জন্য। তার এই দীর্ঘ বিরহের কাব্যিক প্রয়াস।
# #
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১০ শ্রাবণ ১৪২৫ বঙ্গাব্দ/১১ জিলক্বদ ১৪৩৯ হিজরী/২৫ জুলাই ২০১৮ খ্রীষ্টাব্দ।
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +882-01715244190