আবীর মাখা নতুন ভোর
খোলরে খুকি দুয়ার তোর,
প্রভাত রবির নবীন কণা
বইছে সুবাস দিক অজানা।
শষ্য শ্যামল গোয়াল ভরা
কীট পতঙ্গ ও মনোহরা,
নে'রে তুলে তোর যা'চাই
করেই নিবি আগ বাছাই।
বিশ্ব মঞ্চে ছুটবি তুই
কররে আবাদ নিজের ভুঁই,
কালকে শষ্য উঠবে হাটে
দাম চুকাবি পাটে পাটে।
আবাদ শষ্যে করলে ভুল
কিটে খাবে শষ্য মূল,
দাম পাবিনা হাটে তোর
অন্ধকার ঐ নিকষ ভোর।
ওহে আমার নায়ক রাজ
উচ্চে ধর তোমার তাজ,
পাগলা ঘোড়া ছুটছে জোড়ে
সামলে ধর লাগাম-টারে।