নব জীবনের টান আজ দিকে দিকে মহিয়ান
গায় নিরবধি সুমধুর অতি নির্লিপ্ততার বান,
প্রকৃতির ছায়ে সুকোমল গায়ে অজয় জয়ীবার
দিবানিশী সেথা স্বাস্থ্য সেবার অটল হাতিয়ার।
মিলেমিশে সবে ভালবাসা ভবে বাঁধন দুর্নিবার
" সাধ্যের মাঝে উত্তম সেবা" ব্রত সে অঙ্গীকার,
কতক মহাশয় সদা বিনয়ে করেছ মোদের দান
অটুট সে ব্রত চেষ্টা অবিরত সদাশয় মহিয়ান।
শিক্ষালয়ের ডাক্তার নার্স টেকনোলজিস্ট সবে
বিদেশ বিভুয়ে মহিমা বিলায়ে সততই কলরবে,
তব পুঁজি আজ পূণ্য সে পীঠ আইএমসি-র গান
কেবলি ব্রত সেবা মানবের জুড়ায়ে মন ও প্রাণ।
একাত্তরে দিয়েছ মোদের মুক্ত স্বাধীন দেশ
আজও ছায়াতল বিছায়ে রেখেছ মহান আবেশ,
মানব সেবার মহান ব্রত অন্তরে দোলে সুর
আগলি সূর্য আনিব ছিনায়ে নয় সেতো বহুদূর।
তোমাদের স্মরি নতশীর করি ওহে প্রিয় বোদ্ধা
মোদের পূণ্য যত তোমাতে অবিরত বীর যোদ্ধা,
চাই মোরা সবে আত্নানুভবে আইএমসি-র জয়
মানবের সেবা চির ব্রত মোদের মননের প্রত্যয়।
#.................#.................#.................#.................#.................#
আইএমসি- ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ।
আইএমসিএইচ- ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল।
আইএনসি- ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ।
এইচটিইউ- হেলথ টেকনোলজি ইউনিট
মাদার অর্গানাইজেশন:
আইএমএল- ইন্টারন্যাশনাল মেডিকেয়ার লিমিটেড।
ঠিকানা:
কলেজ ক্যাম্পাস- গুশুলিয়া, সাতাইশ, টঙ্গী, গাজীপুর।
প্রধান কার্যালয়- নিকুঞ্জ- ০২, খিলক্ষেত, ঢাকা।
#.................#.................#.................#.................#.................#