আত্ম চেতা মর্ম কথা হৃদয়ে বেদন,
মনালোক উর্ধ্ব চোখ ঝরণা ক্রন্দন।
সুপ্ত কথা গুপ্ত ব্যথা পিঞ্জরে বাদল,
গীত সুরে কে সুদূরে চেতনা মাদল।
শিক্ষা শান্তি আজ ভ্রান্তি আত্ম আয়োজন,
স্বার্থ লাভে অনুভবে বিশ্ব বিভাজন।
আসে ঝড় ভাঙ্গে ঘর বেঘোর বেসাতি,
শ্রান্ত ধরা আত্মহারা মানব এ জাতি।
দিনে রবি চাঁদ সবি এক বিশ্ব ভবা,
রোদ মাখি জোস্না আঁকি উঁচু নীচু সভা।
কেন খেদ ভেদাভেদ তুমি আমি মিলে,
মন চায় চল যাই সভ্যতা মিছিলে।
বিশ্ব ভূমি স্রষ্টা তুমি অন্ত দৃষ্টি ধরে,
সত্য আলো চিত্তে ঢালো মানব অন্তরে।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৫ মাঘ ১৪২৫ বঙ্গাব্দ/২১ জমাদিউল আউয়াল ১৪৪০ হিজরি/২৮ জানুয়ারি ২০১৯ খ্রিস্টাব্দ।