আজ নয় কবিতা
কেবলি যে সবিতা,
সারা দিনোমান ধরে
দুই দিন ছুটি করে,
হয়েছি যে লাট
হাতে স্মার্ট কার্ড।
স্মার্ট কার্ড হাতে
স্মার্ট মনে হতে,
তাকিয়ে দেখি সে কি?
ভুলেতে ভরা এ কি?
আগে যাহা ছিল তা
ভুল হলো সবই তা।
এখন করব কিগো?
কারেকশন করে নিব,
অর্থ নিপাত করে
অযথা কতক পরে,
হাতে কি পাবো ফিরে?
স্মার্ট কার্ড কি রে?
যাহা ছিল ঠিক মোর
সঠিক সে দিক মোর,
নাহি যদি পাই ফিরে?
সপনের ঐ তীরে,
সমস্যা যে ফিরে পাব
আমি তবে কোথা যাব?
বাবা-তে বেগম যবে
মেয়ে নামে মিয়া ভোগে,
ছেলে বিয়াল্লিশ বয়স
মায়ের তবে বত্রিশ হস,
এ কেমন ভুলেতে ভরা
তবে যাবে কি করা?
অনুরোধ সবিনয়
সরকার মহাশয়,
দরিদ্র চাষা মোরা
অভাবে তাপিত খরা,
একটু সুমতি হলে
নতুবা যে রসাতলে।