আজ প্রভাতের শুভেচ্ছান্তে
বললে তুমি যে তাই,
ছোট্ট জীবন মনটা খুলে
হাসতে আমিও চাই।
ছোট্ট বেলায় বিদ্যা আলয়ে
গুরু জনে শেখা বুলি,
সভ্যতা মাঝে সতত কাজে
সদা সৎ পথে চলি।
কিন্তু একই তাকিয়ে দেখি
অসভ্যতা র সমাজে,
মিথ্যে বেসাতি করছে সবে
সভ্যতা মরে লাজে।
কালিমা এ আঁধার হটায়
আলো কোথা খুঁজে পাই!
তোমা হাসাতে ভালোবাসাতে
হাসতে আমিও চাই।
শ্রান্ত মন তোলে অনুরণ
সুমিতা এ মন মিতা,
হাসব হাসাবো মিলে সবে
বন্ধন প্রেমের ফিতা।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৪ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ/০৯ মহররম ১৪৪২ হিজরি/২৯ আগষ্ট ২০২০ খ্রিস্টাব্দ।