জীবনে চলে যাওয়া সময়ের সুখ,
শিহরন অনুভূতি সেই প্রিয় মুখ।
ভালোবাসা বাহুডোরে কত সুখ আশা,
রচেছি স্বপন কোন সৌধচুঁড় বাসা।
সকাল বিকাল আর সে পূর্ণিমা রাত,
সুখে দুখে জীবনের স্বপ্নিল প্রভাত।
কত ক্ষয়ে কত জয়ে কত প্রলোভনে,
অজয়কে জয়ীবার সাধ ছিল মনে।
অবহেলে অনাদরে প্রীতিডোর ছাড়ি,
কোন সুখ লাভে আজি দূরদেশ পাড়ি?
এই অবেলায় মনে একা বসে ভাবি,
সবই ছাড়ি করি ফেরি কি ছিল দাবী?
ধুলোমাখা স্মৃতিকণা খুঁজি মরিচিকা,
ভালোবাসা লেনদেন আজ বুঝি ফাঁকা।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৫ আশ্বিণ ১৪২৫ বঙ্গাব্দ/১৯ মহররম ১৪৩৯ হিজরী/৩০ সেপ্টেম্বর ২০১৮ খ্রীষ্টাব্দ।
E-mail: zahidmadaripur@gmail.com