বলছি রে তোরা একটু থাম
কার সম্মানে-র কত দাম,
যতই ঘষিস দস্তা তামা-য়
দেখবি রে তার পরিণাম!
ইতিহাসের কলের কাঠি
যতই ঘোরাস চাবি তার,
অসত্য কভু হয় না বড়
সত্য আলো-ই অলংকার!
মোহাম্মদ (সঃ) জাহান শ্রেষ্ঠ
সব কিতাবেই পাওয়া যায়,
একটু না হয় দেখ না পড়ে
ফাদার ও ব্রাদার সবিনয়!
কোন জনা সে খোদা দাবী
করেছিল এই ধরায়,
কেমন আছেন এখন তিনি
স্রষ্টা সবার একজনায়।
মিথ্যে বড়াই মিথ্যে মোহ
মিথ্যে সকল অহংকার,
আল্লাহ, রসুল অপমানে
ইতিহাসে, পায় বিচার!
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৩ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ/১১ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি/২৯ অক্টোবর ২০২০ খ্রিস্টাব্দ।