উদার জমিন নীল আসমান বুক,
আশার বাসা মনে গণতন্ত্রের মুখ।
রং তুলি হাতে ধুলোপড়া ক্যানভাস,
কেমনে শিকারী মনচোরা বালিহাঁস।
সোফায় আরামে ঘুমায় মোষ বেড়াল,
অনাথ সুফিয়ান সাফ করে জঞ্জাল।
হয় না শুরু মনবেড়ী তুলির স্কেচ,
বুকফাটা জমিনে শষ্যে কে দেবে সেচ?
ওঠো নবীন ধর তুলি রং ঐ হাতে,
ঝড় সমুদ্র স্নান যেতে হবে প্রভাতে।
বজ্র নিনাদ বাঁধা হুঙ্কার পায়ে দলে,
সম্মুখের পানে হাতে হাতে শতদলে।
লোহাবেড়ী যত ভাঙ্গিয়া আঁধার দুখ,
ক্যানভাসে আঁকি যে গণতন্ত্রের মুখ।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০৬ অগ্রহায়ন ১৪২৫ বঙ্গাব্দ/১১ রবিউল আউয়াল ১৪৪০ হিজরী/২০ নভেম্বর ২০১৮ খ্রীষ্টাব্দ।