ঘুণ ধরেছে বাঁশের চাটাই
উলুতে খায় বিদ্বান মশাই,
থাকি কি করে
বলো ধরি যে কারে। .....(2)
ও মন .....
ঘুণে ধরা বাঁশের চাটাই
সুতো ছেঁড়া ঘুড়ি নাটাই,
বৃষ্টি ঘুড়ি ধায়'গো জোরে
কেমনে ফুটো চালার ঘরে
থাকি কি করে
বলো ধরি যে কারে।
দেশপ্রেম আর মানবে প্রেম
ও মন.... মন যে আমার।
দেশপ্রেম মানবে প্রেম
সবে'তে আজ করিলে হেম,
অন্ধ ফ্রেমের বন্ধ ঘরে
খুঁজি যে তারে
বলো থাকি কি করে।
ঘুণ ধরেছে বাঁশের চাটাই
উলুতে খায় বিদ্বান মশাই,
থাকি কি করে
বলো ধরি যে কারে।.......(2)
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৬ চৈত্র ১৪২৫ বঙ্গাব্দ/০২ শাবান ১৪৪০ হিজরি/০৯ এপ্রিল ২০১৯ খ্রিস্টাব্দ।