গাঁয়ের বধুর মিষ্টি রূপ অপরূপ,
সৃষ্টি মোহে মোহিত ভালবাসার ধুপ।
নাকের নথ কোমরে বিছা রিনিঝিনি,
ঝংকারে উতলা পবন ছিনিমিনি।
বাঁধে বাহুডোরে প্রেমের আদরে মন,
অবারিত সৃষ্টি সুখে যুব তপবন।
মরি মম লাজে বধুর রূপের কথা,
ভালবাসার অতলে লুকায়িত ব্যথা।
প্রকৃত প্রেমে মায়াময়ী গাঁয়ের বধু,
সুখ দু'খ লয়ে বহমান চাকে মধু।
প্রেমমোহে মায়াডোরে আগলিয়া ঘর,
শান্তিমোহে বাঁধে সবে বধুর আদর।
দেখিয়াছি গুনবতী সে গাঁয়ের বধু,
পাগল প্রিয় সবি সেই প্রকৃত মধু।
স্থান: সাভার, ঢাকা।
E-mail: zahidmadaripur@gmail.com