বাবা তোমায় ভুলেই গেছু
নতুন বাবার নিচ্ছি পিছু,
পড়া খেলা সবই ভুলে
বাবাকে নেই হাতে তুলে।
গজব বাবায় ভরেছে দেশ
যুব সমাজ আজ নিঃশ্বেষ,
আলোক নিশান দিকের পাল
মরন নেশায় টাল-মাটাল।
বরণ মরণ এই যন্ত্রনাকে
ভুলি যে বাবার মন্ত্রনাতে,
সকার বেকার আকার কত
বাবার হাতে সব সমর্পিত।
তোমার তরে ব্যবসা ফুলে
সমাজ যে আজ রসাতলে,
যাচ্ছে জীবন অর্থ ব্যয়
জাতির তব এই অবক্ষয়?
ওহে আমার জাতির পতি
করছি সবে আজ অবনতি,
শক্ত করে ধরো হাল
সামনে যে ঐ প্রলয়কাল।
আজকের শিশু আগামীর পতি
রােখ তাদের এ দূর্গতি,
বাবার থেকে রক্ষা কর
নইলে জাতির চরম ক্ষতি।
# # গেছু = গেছ এর আঞ্চলিক রুপ, গজব = ধ্বংসকারীর রুপক হিসাবে।
(আজ প্রায়শই পত্র/পত্রিকায়/খবর-এ দেখা যায় মা/বাবার বখে যাওয়া অত্যন্ত আদরের সন্তানের নেশা (ইয়াবা)-র টাকার জোগানকল্পে কখনো কখনো মা/বাবা ও বলিদান হচ্ছে। যা আমাদের জাতির জন্য চরম লজ্জার/ভয়ঙ্কর বিপদের সংকেত বহন করছে। আজ জাতি/ ধর্ম/বর্ণ নির্বিশেষে এই ভয়ঙ্কর কালথাবা (ইয়াবা)-র হাত থেকে জাতিকে উদ্ধার করতে হবে। সম্মিলিত সকলের প্রচেষ্টায়ই তা প্রতিরোধ করা সম্ভব।