ফরমালিন আজ সবেতে অমলিন,
জীবনেরই রূপ হয়ে যাচ্ছে বিলীন।
বাজারের ফলমুল সব আজ তাজা,
ফরমালিনই চির যৌবনের রাজা।
অসতের বেসাতিতে ভরপুর সবে,
কখন কোথায় কেবা মরে এই ভবে?
ধীরে ধীরে বিষে বিষে শরীরের ক্ষয়,
ফরমালিনে জীবনে আজ পরাজয়।
পলে পলে ক্ষয়ে যায় জীবনের ধারা,
রূধিবেকে সমাজের মোহ আত্নহারা?
হীন বেসাতির লাভে কত কিছু করি,
কার কিবা হবে হোক কেন মিছে স্মরি?
ফরমালিন প্রতিরোধে হ'ব সরব,
মনুষ্য জাতি রক্ষায় এই কলরব।