(কাব্য কথা হলো সামাজিক দায়বদ্ধতা।
- প্রাকৃতিক ঝড় ফণীর আঘাতে যাতে কোন প্রাণহানী না হয়, সেদিকে সকল ভাই/বোনকে বিশেষ ভাবে সতর্ক থাকার বিনীত অনুরোধ জানাচ্ছি)
ওহে আমার সোনামনি
কোথায় গেলি বল,
দক্ষিণে ঐ বান ডেকেছে
ফণীর ডামাডোল।
ফণী-র শঙ্কা হৃদয় ডঙ্কা
না জানি কী হয়,
নিরাপদে আয়রে সবাই
প্রাণ বাঁচা যে দায়।
মনের কোণের ময়লা ফেলে
মায়ের ঘরে আয়,
দিন দুঃখিনী অভাগিনীর
মন যে উতলায়।
একই সাথে ধররে বাছা
ঘরের খুঁটি জোড়ে,
আসছে ফণী প্রবল জানি
থাকিস নাকো দূরে।
মায়ের খোকা ওরে সোনা
ধররে ভাইয়ের হাত,
ঝড় বাদল যতই আসুক
আলোক সু-প্রভাত।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৯ বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ/২৫ শাবান ১৪৪০ হিজরি/২ মে ২০১৯ খ্রিস্টাব্দ।