ফেলে আসা স্মৃতি মোহে ভাবি সারাদিন,
বন্ধী পাখি, পাষন্ডের মনু্ষ্যত্বহীন।
মুক্তির স্বাদ লাগি পাখির দাপাদাপি,
সঞ্চয়িতে স্বপন জয়ে বক্ষে আলাপী।
দিন দুই মনে বাজে সকরুন তুন,
নস্বর ধরা মাঝে বাঁচতে চায় মন।
কাননের সবি পুস্প নাহি প্রিয় মোর,
যাহা খুশি তাই লয়ে ভরি যে কোটর।
গোলাপ কেবলি প্রিয়, কাঁটা যুক্ত রয়,
সজতনে তুলি মোর প্রিয় সদাশয়।
শোক তাপ ভুলি সদা আমার প্রিয়ায়,
প্রাণ মোর অনুক্ষন বাঁচার আশায়।
ধরা মাঝে নিত্য বাস করি দিবা সাঁঝে,
মোর প্রিয় লয়ে বাঁচি এ ধরনী মাঝে।