ইচ্ছে জাগে মনের কোনে
সদাই রচে যাই,
স্বপ্ন সৌধ সফেদ সাদা
বিশ্ব গড়তে চাই।
ইচ্ছে জাগে প্রজাপতির
ডানায় দিয়ে ভর,
জগত শোভা মেখে আসি
আপন নয়ন 'পর।
ইচ্ছে জাগে সাদা কালোর
মিশেল করে দেই,
সৃষ্টির প্রেমে আমার মাঝে
আমি'যে আর নেই।
ইচ্ছে জাগে জগত ময়লা
নিজেই করি সাফ,
নইলে আমার জন্ম বৃথা
কেমনে করি মাফ।
ইচ্ছে জাগে তোমায় আমায়
একই ডোরে বাঁধি,
জীবন মরণ সৃষ্টি প্রেমের
কাব্য কথায় সাধি।
ইচ্ছে জাগে এই ভবেতে
প্রেমের করি চাষ,
ভালবাসার সম্প্রীতিতে
সবার বসবাস।
কাব্য কথায় আসুক ফিরে
বিশ্ব শান্তিতেই,
তোমায় আমি আমার মত
আপন করে নেই।
তোমার ডাগর নয়ন তারায়
স্বপ্ন আঁকি আমি,
কবিতা তুমি কাব্য আমার
জানেন অন্তর্যামী।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১ ভাদ্র ১৪২৫ বঙ্গাব্দ/৪ জিলহজ্ব ১৪৩৯ হিজরী/১৬ আগষ্ট ২০১৮ খ্রীষ্টাব্দ।
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +882-01715244190