কোটা কোটা ডুমুর গোটা
রক্ত ক্ষরণ হৃদয় ফাটা,
অন্ধকারের বন্ধ ঘরে
রক্ত-জবা শিমুল ফোটা।
দম্ভ চেয়ারে চাকার তলে
নির্যাতিত দলে দলে,
শাষক শোষক রঙিন গ্লাসে
যায়'না দেখা ক্ষমতা বলে।
ফুটপাত আর ফ্লাই-ওভার
দখল সবই কমিশণ ভার,
জনগণ দম ওষ্ঠাগত
জাগবে যবে আগামী তার।
ইয়াবার থাবায় ধ্বংস দেশ
জানি'না তার কোথায় শেষ,
আমরা যদি'না জাগি মা
দেখব তোমার কেমন বেশ?
শিশু তনিমার কঁচি হাত
খাচ্ছে গিলে নরক পিশাচ,
বাঁচাও আগামীর ভবিষ্যত
সভ্যতার এ কেমন ধাচ?
তোষামোদী আজ চেয়ার ভারে
ক্ষমতা হারালে পাবে'না তারে,
খাঁটি মানিক অবহেলে পরে
ব্যথিত হৃদয় কাঁদে অনাদরে।
কিছু মনে করবেন না
যদি একটু ধাক্কা দিই,
পাছে না'হয় ওলট-পালট
হারানো সময়ে ভাঙ্গা খেই।
ওঠরে চেতন খোলরে দোর
আগলে আনরে নতুন ভোর,
শিক্ষা সভ্যতা উন্নতি আঁকড়
মায়ের কোটরে মানিক্য ভর।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২০ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ/১৯ শাওয়াল ১৪৩৯ হিজরী/০২ জুলাই ২০১৮ খ্রীষ্টাব্দ।
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +882-01715244190