এক দুঃখিনী মায়ের গল্প
শোকের চাদরে নকশী কাঁথা,
শাসকের তত্ত্ব প্রমোদে মত্ত্ব
দ্বিজাতি তত্ত্বে ইতিহাস গাঁথা।
বাংলা মা'র আদরের ধন
পাঠালে দুই জায়েরই ঘরে,
প্রথম আঘাত মায়ের ভাষা
সয়'না দুঃখ এই অন্তরে।
সালাম রফিক জব্বার আর
বরকত রক্ত আঁচলে ভেজে,
শফিক আউয়াল বীর যোদ্ধা
আত্ম বলিদান প্রবল তেজে।
অর্ধ বৃত্তাকার মায়ের পাশে
রয় দাঁড়িয়ে শহীদ সন্তান,
মায়ের দোয়া তাদেরই তরে
জীবন দিয়ে হয় মহিয়ান।
শহীদ মিনার রয় দাঁড়িয়ে
স্বর্ণালী ইতিহাস স্বাক্ষী লয়ে,
ব্যথাতুর মন কাঁদে আজি'কে
মা তোর সন্তানের অবক্ষয়ে।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০৯ ফাল্গুন ১৪২৫ বঙ্গাব্দ/১৫ জমাদিউস সানি ১৪৪০ হিজরি/২১ ফেব্রুয়ারি ২০১৯ খ্রিস্টাব্দ।