(০১.১২.২০১৯ইং তারিখ সকাল ৮:১৫ মিনিটে আমার আত্মীয় (মামা) বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ আজিজুল হক বিশ্বাস এই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। পরম করুনাময়ের নিকট মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি।)
এ জগতে হায় জন্ম ও মৃত্যু বহতা স্রোতময়,
তবে কি মৃত্যু শুধুই এক জীবনের কথা কয়!
কত স্বপ্ন বক্ষে পোষিয়া পেতেছিলে এ সংসার,
অনাহুত কোন ঝড়ের পরে কে বইবে তার ভার!
স্বপ্ন সারথী প্রসারিত ডানা ভেঙে হল খানখান,
শান্তনা তব কোথায় তার ভাঙিবে কে অভিমান!
"সারা" জীবনের অমূল্য ধন ক্ষুদ্র আলোক কণা,
কে ছুঁয়ে দেবে সোপান সিঁড়ি দিক তার অজানা!
সন্তান চাহে শত মুখ দ্রোহে হারানো বাবার মুখ,
অন্তর তলে ধুপের অনলে পায় না প্রেমের সুখ!
তবে কেন হায় বিরহ ব্যথায় ঝরে আঁখিতে জল,
অকুল পাথার খোদা কর পার তুমিই যে সম্বল।
ওহে বিধাতা তুমিই ত্রাতা বাবাকে করিও পার,
মনে দিও বল বাবার আদল তুমি যে নিরাকার।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৭ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ/৪ রবিউস সানি ১৪৪১ হিজরি/২ ডিসেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ।