দুর্নীতি দেয়াল জুড়ে শেওলার বাস,
স্বজন-প্রীতির মাঠ ভর্তি দূর্বা ঘাস।
ক্রিকেটের পিচটাও আজ নেশাগ্রস্ত,
নির্বাক বারপোষ্ট উলু মরিচা ত্রস্ত।
স্কোরবোর্ডের ঝাপসা লেখা বৃষ্টি ঝড়ে,
পোষা ময়না বিকোয় ডলারের দরে।
রক্ষক আইন ভুলে গুল দাঁতে খিলে,
শিক্ষক রূপে ভক্ষক সেতারী মিছিলে।
শত দুখ মাটি মুক শুয়ে আছে বাপ,
মন জাগো মাতৃপ্রেমে রোধ মন তাপ।
সীমা ছাড়ি অনাচারি আর ব্যভিচার,
পরিষ্কার খেলা মাঠ আগামী আমার।
মাত্র একটি বছর প্রিয় কিছু ক্ষণ,
মা মাটি প্রিয় আগামী করতে রোপন।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৩ মাঘ ১৪২৫ বঙ্গাব্দ/১৯ জমাদিউল আউয়াল ১৪৪০ হিজরি/২৬ জানুয়ারি ২০১৯ খ্রিস্টাব্দ।