ও তোরা.....
আমায় একটা বেঁধে দেনা ঘর,
তোরা........
আমায় একটা গড়ে দেনা ঘর।     (II)

পতির বাড়ী আইলাম যবে
বাবার বাড়ী হল পর,
পতির বাড়ী গেলাম যেদিন
সেদিন থেকে হলাম পর।

ও তোরা.....
আমায় একটা বেঁধে দেনা ঘর,
তোরা........
আমায় একটা গড়ে দেনা ঘর।

কত সুখের স্বপ্ন বাসর
পতি মরলে ছারলাম ঘর,
ও তোরা........
আমায় একটা গড়ে দেনা ঘর।

দেবর ননদ সবাই রইল
আমি শুধু হলাম পর,
ও তোরা.....
আমায় একটা বেঁধে দেনা ঘর।

পতির বাড়ী ছাড়ি যবে
ছেলের ঘাড়ে দিলাম ভর,
কত শত সাধনার ধন
গড়ি সুখের ছোট্ট ঘর।

ও তোরা.....
আমায় একটা বেঁধে দেনা ঘর,
তোরা........
আমায় একটা গড়ে দেনা ঘর।     (II)

এঘর ওঘর সেঘর করি
সারে তিন'হাত ঘরের পর,
দিবা নিশী মন পিপাসী
অপেক্ষায় পরজনমের ঘর।

ও তোরা.....
আমায় একটা বেঁধে দেনা ঘর,
তোরা........
আমায় একটা গড়ে দেনা ঘর।     (II)

স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ/২৬ রজব ১৪৩৯ হিজরী/১৪ এপ্রিল ২০১৮ খ্রীষ্টাব্দ
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +882-01715244190