রোশনাই কিরণ ছটা মেঘ'ভাঙ্গা রোদ ওঠা,
বারিষ শ্রাবণ দিনে কাননে কুসুম ফোঁটা।
বিজ্ঞান স্বপ্ন-চুঁড়ায় বিশ্বকে হাতে ছোঁয়া,
অতলের খোঁজে সদা দূর্নিবার এ ধাওয়া।
অট্টালিকা সারি সারি নারী গাড়ী সমাহার,
সৗেখিন মানবতার রথ হৃদয়ে কান্না বাহার।
অনাথ এতিম শিশু ফুটপাতে ঘুমে যাওয়া,
ডাস্টবিনে খেয়ে বাঁচা কৃষ্টিকে খুঁজে পাওয়া?
হৃদয়ের চারি ধার এখনও ভাঙ্গে পাড়,
মানব সভ্যতার জয় হবে'কি জনমে আর?
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২০ জৈষ্ঠ্য ১৪২৫ বঙ্গাব্দ/১৮ রমজান ১৪৩৯ হিজরী/০৩ জুন ২০১৮ খ্রীষ্টাব্দ
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +882-01715244190