আজ আনন্দ খুশির বাঁধ ভেঙেছে,
ঈদ এসেছে ভাই ঈদ এসেছে। ...(২)
রহমত বরকত মাগফিরাতে
সিয়াম সালাত আর মোনাজাতে,
ধনী গরীব মিলে ভালোবেসে
ঈদ এসেছে ভাই ঈদ এসেছে।
চল যাকাত ফিতরা আদায় শেষে
ঈদের নামাজে খুশির বেশে,
ভেদাভেদ মুছে প্রীতির আবেশে
ঈদ এসেছে ভাই ঈদ এসেছে।
আজ আনন্দ খুশির বাঁধ ভেঙেছে
ঈদ এসেছে ভাই ঈদ এসেছে,
রহমত বরকত মাগফিরাতে
ঈদ এসেছে ভাই ঈদ এসেছে।
আজ আনন্দ খুশির বাঁধ ভেঙেছে,
ঈদ এসেছে ভাই ঈদ এসেছে। ....(২)
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২১ জ্যৈষ্ঠ ১৪২৬ বঙ্গাব্দ/২৯ রমজান ১৪৪০ হিজরি/০৪ জুন ২০১৯ খ্রিস্টাব্দ।