ও মন..
বছর ঘুরে আসছে ফিরে
পবিত্র ঐ ঈদ,
মুসলিম উম্মাহ খুশির দিনে
গেয়ে যা সংগীত। ....................(II)
রমজান মাসের সিয়াম শেষে
আসবে খুশির দিন,
ধনী গরিব সবাই মিলে
ঈদ আনন্দে লিন।
ও মন..
বছর ঘুরে আসছে ফিরে
পবিত্র ঐ ঈদ,
মুসলিম উম্মাহ খুশির দিনে
গেয়ে যা সংগীত।
যাকাত ফিতরা সঠিক জনে
করব সবে দাণ,
বিশ্ব জাহান দেখ'না চেয়ে
ইসলাম ই মহান।
ও মন..
বছর ঘুরে আসছে ফিরে
পবিত্র ঐ ঈদ,
মুসলিম উম্মাহ খুশির দিনে
গেয়ে যা সংগীত।
দুনিয়া মাঝে সকল জনে
রইল নেমন্ত্রন,
মুসলিম উম্মাহর আনন্দে মাতি
সকল প্রিয়জন।
ও মন..
বছর ঘুরে আসছে ফিরে
পবিত্র ঐ ঈদ,
মুসলিম উম্মাহ খুশির দিনে
গেয়ে যা সংগীত। ....................(II)
# #
প্রিয় কবি কাজী নজরুল ইসলাম এর "ও মোর রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ" এর আবহে মনের ভাবনা প্রকাশের চেষ্টা।
# #
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৯ জৈষ্ঠ্য ১৪২৫ বঙ্গাব্দ/২৬ রমজান ১৪৩৯ হিজরী/১২ জুন ২০১৮ খ্রীষ্টাব্দ।
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +8801715244190