তুমি তো ভাই
ডেরায় বসে অংক কষে
নিচ্ছ উপহার,
আমি সদাই
ভালোবেসে মিষ্টি হেসে
চাইনি কিছু তার!
যখন তোমার
স্বার্থে লাগে কঠিন দাগে
অনল নেত্রবান,
তখন আমার
অনুরাগে নাই কো জাগে
হইনি বুঝবান!
আজকে তুমি
স্বার্থ তুলে এ কোন ছলে
নতুন রুপবান,
কিন্তু আমি
কাঁটার হুলে দুঃখ ভুলে
শুধুই অভিমান!
এই জগতে
সুখের সারি মধুর হাড়ি
আছো তুমি বেশ,
আঁধার রাতে
দিচ্ছি পাড়ি সংকট ভারি
স্বপন আলোক রেশ!
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২১ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ/১৩ শাবান ১৪৪৪ হিজরি/০৬ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ।