পাগলপারা, দিশাহারা পথিক ভাই,
একটু দাঁড়াও সঙ্গী আমি যেতে চাই।
আপন যে ছিলো নেইকো আপন আজ,
ধরনীতে নিজেই নিজের মহারাজ।
আমিও আজিকে ব্যস্ত নিজেকেই নিয়ে,
পথিকের ইতিহাস দেখা হয়নি যে।

ভুবন মাজারে ঘুরছে কত না লোক,
হয়নি তো বলা প্রীতির বন্ধন হোক।
এ'কুল ও'কুল করিয়া কতনা ভুল,
দু'কুল ভাঙ্গিল মোরা বিলাসে ব্যাকুল।
অন্ন, বস্ত্র, বাসস্থান মৌল উপাদান,
হয়নিতো দেয়া তাকে দিকের নিশান।

পাগলপারা ওই দিশাহারা পথিক;
যেন পায় খুঁজে নতুন আলোর দিক।


...০০... : সবিনয় নিবেদন : ...০০...

(আসরের শ্রদ্ধেয় কবি সঞ্চয়িতা রায় এর
"দিশাহারা" কবিতার সম্মানে একটি প্রচেষ্টা
আমার সনেট কাব্য উপস্থাপনের নিমিত্তে এ প্রয়াস।
ভুল হলে কবির কাছে মার্জনা প্রার্থনা করি)