তোমার নামের অর্থ কিগো
বলতে পারি এই!
সুন্দরী স্ত্রী-র শপথ নিলাম
ভালোবাসাতেই।

বিশ্বাসে তে মিলায় বস্তু
তর্কে অনেক দূর,
জন্মে কর্মে বিশ্বাসে রও
সু-সান সমুদ্দুর।

সকল ভাষা না পায় কালি
মনের খোঁজে মন,
আকুল পাথার জীবন রণে
তোমায় প্রয়োজন।

ভালোবাসার প্রবল বাণে
হারিয়ে ফেলার ভয়,
পুষ্প সুবাস আঁচলে ঢালি
করবো তোমায় জয়।

নশ্বর ধরায় ক্ষুদ্র এ জীবনে
গাঁথব প্রেমের মালা,
বিরহ ব্যথিত পাগল এ মন
তোমা প্রেমে উজালা।

স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৯ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ/১৪ মহররম ১৪৪২ হিজরি/০৩ সেপ্টেম্বর ২০২০ খ্রিস্টাব্দ।