চোরাবালি চোরাবালি বন্ধু হবে কি?
              ধুলোর ঝড়ে ডুবিয়ে দেব কথা রেখেছি।
মরিচিকা মরিচিকা কোথায় তোমার ঘর?
              ঐ দেখনা পথের মাঝে শুন্যের ওপর।
প্রিয়তম বন্ধু তুমি আমায় আপন কর
              হাতের ছায়া ঐ দেখনা শক্ত করে ধর।
কবিতা ও কবিতা আমায় দেখা দাও
              ভাবনায় ডুবতে থাক যদি দেখা পাও।
ভালবাসা ভালবাসা আপন হবে কি?
              বালু দিয়ে বেধেছি ঘর সঙ্গী করেছি।
বাবুই পাখি ওষ্ঠে নিয়ে যাচ্ছ কেন ঘাস?
              তোমরা সবে মাটির ওপর শূন্যে আমার বাস।

খুঁজছি সবই আপন মনে কতইনা যতনে
              বিধাতাই জানেন শুধু মিলবে কতক্ষনে।

রচনাকাল:-
২৫.০১.২০১৮ইং
১১ মাঘ, ১৮২৪ বাংলা।
ঢাকা, বাংলাদেশ।